মোঃ হাবিবুর রহমান
যুগ্মসচিব
পরিচালক (প্রশাসন ও অর্থ)
জনাব মোঃ হাবিবুর রহমান ১৯৬৯ সালের ১ এপ্রিল জামালপুর জেলার সদর উপজেলার রুহিলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা করেন। এরপর তিনি রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালের ১৫ নভেম্বর তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ১৮ বছর তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন।
জনাব মোঃ হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, উপ-পরিচালক স্থানীয় সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বিভিন্ন জেলায় তিনি দায়িত্ব পালন করেছেন। উপসচিব হিসেবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন । মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে তিনি খাদ্য মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে কাজ করেছেন। বর্তমান কর্মস্থলে যোগদানের পূর্বে তিনি বরিশালের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।
২০ সেপ্টেম্বর, ২০১৮ তারিখে তিনি সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি লাভ করেন। ২৪ অক্টোবর ২০১৮ তারিখে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করেন।
সরকারি দায়িত্বের অংশ হিসেবে তিনি চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিংগাপুর, সৌদি আরব, গ্রীস, তুরস্ক, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশ সফর করেন।
যোগাযোগঃ
টেলিফোন: ০২-৯৫৫৭৭৩৩
মোবাইল: ০১৯৭৫-৮৮০২০১
ফ্যাক্স: ০২-৯৫৬৫৬৫৭
ইমেইল: daf@fireservice.gov.bd