Wellcome to National Portal
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২৫

ফায়ার ড্রিল

যৌথভাবে জরুরি বহির্গমন মহড়া পরিচালনাঃ আবেদনকারী প্রতিষ্ঠানে একটি কৃত্রিম অগ্নিকান্ড পরিস্থিতি সৃষ্টি করে প্রতিষ্ঠানের নিজস্ব কর্মী-সরঞ্জাম এবং স্থানীয় ফায়ার সার্ভিসের গাড়ি/পাম্প ও জনবল সম্পৃক্ত করে যৌথভাবে বাস্তব মহড়া সম্পন্ন করা হয়। এক্ষেত্রে ফি -০৬ তলা ভবন পর্যন্ত ৬,০০০/- (ছয় হাজার) টাকা + অনলাইন ফি এবং ৬ তলার উর্ধ্বে ১০,০০০/- (দশ হাজার) টাকা+ অনলাইন ফি  মাত্র। তাছাড়াও টিটিএল(টার্ণ ট্যাবল লেডার), স্নোরক্যাল এবং বিভিন্ন ধরনের স্পেসাল ভেহিক্যাল এর জ্বালানী ও মেইটেন্যান্স বাবদ উল্লেখিত টাকার পরিমান ছাড়াও অতিরিক্ত ১০,০০০/- (দশ হাজার টাকা) পরিশোধ পূর্বক উক্ত ভেহিক্যাল মহড়ার কাজে অংশগ্রহণ করা যাবে, যা সময়ে সময়ে পরিবর্তন যোগ্য।  আবেদনের জন্য https://fsc.fireservice.gov.bd/-এ প্রদর্শিত নিয়মাবলী অনুসরণ করুন।